আজ বিশ্ব যক্ষা দিবস
আজ ২৪ মার্চ মঙ্গলবার বিশ্ব যক্ষা দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযথভাবে পালিত হবে। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, “যক্ষা খুঁজবো ঘরে ঘরে, সুস্থ করবো চিকিৎসা করে”। রাজশাহীতে বিভিন্ন কর্মসুচি পালনের মধ্য দিয়ে বিশ্ব যক্ষা দিবস পালিত হবে। এর অংশ হিসেবে সিভিল সার্জন রাজশাহীর কার্যালয় থেকে সকাল ৮ টায় একটি বর্ণ্যঢ্য র্যালী বের হয়ে শহরের গুরম্নত্বপূর্ন সড়কসমূহ প্রদৰিণ শেষে লৰীপুর মোড়ে শেষ হবে। র্যালী শেষে সেখানেই উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।