‘কনডম’ নিয়ে ফের বিতর্কে হিনা এবং শিল্পা
বরাবরই বিগ বস রিয়্যালিটি শো জনপ্রিয়তার শীর্ষে তা আলাদা করে বলার কিছু নেই। কখনও আরশি খান এবং আফ্রিদির সঙ্গে সম্পর্ক নিয়ে উত্তাল হয়েছে বিগ বসের সেট। আবার কখনও ধিনচ্যক পুজাকে নিয়ে হয়েছে নানা বিতর্ক।
কিছুদিন আগে এমনটাও দেখা গেছে সলমনের সঙ্গে জুবেইর এর ঝামেলা পৌঁছেছে পুলিশ স্টেশন পর্যন্ত। আর এবার শুরু হয়েছে নয়া বিতর্ক।
বিগ বসের হাউজে কোনও সেক্স নিয়ে কথা হবেনা এমনটাই জানিয়েছিলেন সঞ্চালক। তাঁর পরও বারং বার সেই রুলস ভাঙতে দেখা গেছে। বিগ বস প্রতিযোগী হিনা খান এবং শিল্পা সিন্ধে সেক্স নিয়ে নানা লেশন দিলেন স্বপ্না চৌধুরীকে।সেক্স এর টপিক গিয়ে পৌঁছেছিল কনডম পর্যন্ত।
স্বপ্না জানিয়েছিল সে কনডমের ব্যাপারে কিছু জানেনা। এমন কি কীভাবে এটাকে ব্যবহার করতে হয় তাও জানেনা। এমন কথা শুনে তো হিনা এবং শিল্পা অবাক।
তাঁরা তাকে কনডমের ব্যপারে যাবতীয় জিনিস জানানোর পরই উত্তাল বিগ বসের হাউজ। আবারও রুলস ব্রেক করা নিয়ে কি শাস্তি দেবেন সঞ্চালক এখন তার অপেক্ষা।
খবরঃ ডেইলি সানশাইন
এর আগেও বিতর্ক হয়েছিলো ?