গোদাগাড়ীতে দুই কোটি টাকার হেরোইনসহ ব্যবসায়ী আটক
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই কোটি টাকার হেরোইনসহ সাহাবুল ইসলাম (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার মহিশালবাড়ি এলাকার মৃত এনামুল হকের ছেলে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে গোদাগাড়ী-কাঁকনহাট সড়কের ঝিরকুপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ এ তথ্য জানান।
তিনি আরও জানান, সাহাবুলের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পৃথক কার্টন থেকে মোট দুই কেজি একশ গ্রাম ওজনের দুটি হেরোইনের পুরিয়া জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা।
এ বিষয়ে সাহাবুলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।
বাংলানিউজ-http://www.banglanews24.com/fullnews/bn/468906.html