গোদাগাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
রাজশাহীর গোদাগাড়ীতে ২৬ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সাহাব্দিপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, অজ্ঞাত ওই যুবক মানসিক প্রতিবন্ধী ছিলেন। উপজেলার বিভিন্ন এলাকায় তাকে ঘুরে বেড়াতে দেখা যেতো। ধারণা করা হচ্ছে, রাতে মহাসড়কে কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
ভোরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা গোদাগাড়ী থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এছাড়া নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান ওসি।
খবরঃ বাংলানিউজ