ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট ; দুর্ভোগে যাত্রীরা
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শুক্রবার (০৮ সেপ্টেম্বর) ভোর থেকে এ মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ধীরগতিতে গাড়ি চলাচল করলেও শনিবার সকাল আটটার পর থেকে মহাসড়কের উভয় পাশে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
ঈদের ছুটি গত সপ্তাহে শেষ হলেও রোববার থেকে কর্মজীবীরা কাজে যোগ দিবেন এমন চিন্তা থেকে বৃহস্পতিবার বিকেল থেকে রাজধানীর উদ্দেশে রওনা দেন তারা। এতে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বেড়ে গিয়ে যানজটের সৃষ্টি হয়। এছাড়া মহাসড়কের বিভিন্ন স্থানে ট্রাক ও বাস বিকল হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে বলেও জানিয়েছে পুলিশ।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, ঈদের ছুটি শেষ হলেও ছুটিতে গ্রামে যাওয়া মানুষ রোববার থেকে কর্মক্ষেত্রে যোগদানের উদ্দেশে একযোগে ঢাকামুখী হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এছাড়া মহাসড়কে দু-একটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে থানা ও হাইওয়ে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
পাড়ি দিয়ে আসলাম
10 Hours Lagacha.
😃😃আমি ৮ তারিখ এ ৫ hour এ চলে আসছি😃😃