নগরীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
রাজশাহী মহানগরীতে গলায় ফাঁস দিয়ে সালাউদ্দিন টগর (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। সে মহানগরীর রাজপাড়া থানাধীন দাসপুকুর এলাকার আজিমুদ্দিনের ছেলে। শুক্রবার বেলা ১১টার দিকে সালাউদ্দিন নিজ বাড়িতে ঘরের মধ্যে তিরের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় মহানগরীর রাজপাড়া থানায় একটি অপৃমত্যু মামলা হয়েছে নিশ্চিত করে রাজপাড়া থানার এসআই মাহবুবুর রহমান জানান, নিহত যুবকের আত্মহত্যার বিষয়টি নিয়ে সন্দেহ থাকায় নিহতের লাশের ময়নাতদন্ত করা হয়েছে।
fns