নাটোর থেকে অপহৃত দুই ব্যক্তিকে পাবনার চাটমোহরে উদ্ধার
নাটোর থেকে অপহৃত দুই ব্যক্তিকে পাবনার চাটমোহর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- চাটমোহর থানার রতনপুর গ্রামের আব্দুস সামাদ শেখের ছেলে মুকুল হোসেন(২৮), মাঝগ্রামের হাসান শেখের ছেলে হাসিনুর শেখ, একই গ্রামের আকবার আলীর ছেলে আব্দুর রহিম, মথুরাপুর মণ্ডলপাড়ার শাজাহান আলীর ছেলে আলিম হোসেন।
উদ্ধার হওয়া ২ ব্যক্তি হলেন- নাটোর মীরপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে হেলাল উদ্দন (৩৫) ও ভবানীপুর গ্রামের প্রাণ মোহাম্মদের ছেলে মাসুদ পারভেজ (৩৭)। বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) ভোরে মথুরাপুর কলাপাড়ার একটি বাগান থেকে তাদের উদ্ধার করা হয়।
চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম জানান, নাটোর থেকে দুই ব্যক্তিকে বুধবার রাত ১২টার দিকে অপহরণ করে মুক্তিপণের দাবি করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর কলাপাড়ার একটি বাগান থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় ৪ জনকে আটক করা হয়। এ ব্যাপারে চাটমোহর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।