বগুড়ায় স্বেচ্ছাসেবক দলনেতা গ্রেফতার
বগুড়ায় নাশকতা মামলার আসামি মিজানুর রহমান নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতা কর্মকাণ্ডের ২২টি মামলা রয়েছে। গ্রেফতারের পর মিজানের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ বিদেশি পিস্তল, গুলি ও আটটি ককটেল উদ্ধার করেছে।
সোমবার দুপুর দেড়টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এসএসপি-বি সার্কেল) গাজিউর রহমান।
পুলিশ জানায়, বগুড়া সদরের গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মিজানকে রোববার বিকেলে গোকুল এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গভীর রাতে গোকুল উত্তরপাড়ায় তার চাচা শ্বশুর খাজা মিয়ার বাড়িতে পুলিশ তল্লাসি করে। এ সময় সেখান থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও আটটি ককটেল উদ্ধার করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি মামলা করা হয়েছে।
সূত্রঃ রাইজিংবিডি