রাজশাহীতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা
রাজশাহী মহানগরীর রাণীনগর এলাকায় গলায় ফাঁস দিয়ে আনিকা খাতুন (২০) নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রী আত্মহত্যা করেছেন।
রোববার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আনিকা রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটের মোনতাজুর রহমানের মেয়ে। তিনি বরেন্দ্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী।
মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, ওই ছাত্রীর বাবা দেশের বাইরে থাকেন। আর তার পরিবার রাজশাহী মহানগরীতে ভাড়া বাড়িতে থাকেন। এ বাড়িতেই ওই ছাত্রী আত্মহত্যা করেন। পরে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধারের সময় তার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা আছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। তবে এর পরও তার আত্মহত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানান ওসি।
খবরঃ বাংলানিউজ
আত্মহত্যা মহা পাপ।
এর মতো নিকৃষ্ট পাপ পৃথিবীতে নাই।
University dekhci mrittor karkhana…
কিছু দিন আগে শুনলাম রাবি শিক্ষক আত্নহত্যা করেছে! এখন আবার ছাত্র!
আমাদের কপালে কি আছে আল্লাহই জানেন!