রাজশাহীতে ব্রিজের রেলিংয়ে ন্যাশনাল ট্রাভেলস’র বাসের ধাক্কা, হেলপারের মৃত্যু
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার স্লুইস গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় ফরহাদ আলী (২৬) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন বাসের যাত্রীরা।
রোববার (০১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফরহাদ মহানগরীর উপ-ভদ্রা এলাকার হাসান আলীর ছেলে।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, সকালে ঢাকা থেকে আসা ন্যাশনাল ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে উপজেলার স্লুইস গেট এলাকায় পৌঁছালে সেখানে একটি ব্রিজের ওপর উঠার সময় চালকের ভুলের কারণে গার্ডারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসের গেটে থাকা হেলপার ফরহাদ ছিটকে বাহিরে পড়ে যান। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে ঘোষণা করেন।
এ র্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসের যাত্রীরা বলেন ওসি হিপজুর আলম মুন্সি।
রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, ফরহাদের মরদেহ ময়নাতদন্ত করা হবে। পরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে রাজপাড়া থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
খবরঃ বাংলানিউজ
এই পেজে আমি খুব দেখি যে, কোনো ভাল খবর প্রচার করে, কিন্তু কেন রাজশাহী তে কোন ভাল কিছু ঘটেনা নাকি।
sad
ন্যাশনাল ট্রাভেল্সকে রাজশাহী-ঢাকা রোড থেকে তুলে নিয়ে, রাজশাহী সিটি টু দামকুডা হাটে সংযুক্ত করা হোক,আর ড্রাইভারকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হোক।
ন্যাশনাল ট্রাভেসের মত আর খারাপ সারভিস নাই।
Khb e dukkhojonok