রাজশাহী নগরীতে যুবককে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাই
রাজশাহী মহানগরীতে এক যুবককে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওই যুবকের নাম জীবন হোসেন (১৮)। তিনি তালাইমারী এলাকার জালাল হোসেনের ছেলে। জুয়েল বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। এ ছিনতাইয়ের ঘটনায় জীবনের চাচা সাহেব আলী বাদি হয়ে নগরীর বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা গেছে, পাঁচ মাস আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিবেশী তুহিন, পলক ও তুহিনের মা তাপসী বেগমের সঙ্গে জীবনের কথা কাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সে ঘটনাটি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মিমাংসা করে দেন। গতকাল জীবন তার চাচার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিতে যাচ্ছিলেন।
এ সময় তালাইমারী শহীদ মিনার এলাকায় তার পথ গতিরোধ করেন তুহিন ও পলক। তারা জীবনকে ৰুর ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহত জীবনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উলৱাহ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। মামলা করার প্রক্রিয়া চলছে। অভিযুক্তদেরও আটকের চেষ্টা চলছে।
খবরঃ দৈনিক সোনালী সংবাদ