সাবধান! সাবধান!
গত ২ নভেম্বর রাতে রাজধানীর বেগুনবাড়ি এলাকা থেকে এক অস্ত্রের মুখে রিকশায় তুলে নেয়। তারপর অন্তত ১০ কিলোমিটার ঘুরে সুরক্ষিত নিকেতনের ৩ নম্বর রোডের এবি ব্যাংকের বুথ থেকে অস্ত্রের মুখে ৫০ হাজার টাকা তুলে নেয়। এটিএম বুথের সিসিটিভিতে ধরা পড়ে তাদের চেহারা।
এ দুজন যদি আপনার চেনা হয়, নিকটস্থ থানায় খবর দিন। আর নিজে সাবধান থাকুন। এই ছবি শেয়ার করে ছড়িয়ে দিন, সতর্ক করুন আপনার বন্ধুদের।