সারা দেশের ন্যায় রাজশাহী তেও জোটা জোটি কার্যক্রম শুরু
ফরহাদ মাহমুদ জয় ঃ সারাদেশের ন্যায় রাজশাহী জেলা স্কাউটস্ কতৃর্ক আয়োজিত ৬০ তম জোটা ( জাম্বুরী অন দ্যা ইয়ার) ও ২১ তম জোটি (জাম্বুরী অন দ্যা ইনটারনেট) এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সকাল ৮টায় এর শুভ উদ্বোধন ঘোষনা করেন রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশল ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা রোভার স্কাউট কমিশনার ডঃমোঃ ইলিয়াস উদ্দিন ও স্টেশন অপারেটর আহমেদ সারোয়ার জাহান খান টিপু।
উক্ত অনুষ্ঠানে সারা জেলার প্রায় ১০০ জন স্কাউট, রোভার স্কাউট ও গার্ল-ইন রোভার উপস্থিত থেকে তারা হাতে কলমে ইন্টারনেটে ৫ টি চ্যালেঞ্জ শেষ করে। চ্যালেঞ্জ শেষে তাদের মাঝে জোটা জোটির ব্যাজ প্রদান করা হয়।