এ বছরই রাজশাহী মহানগরীর ৯টি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ করা হবে। একই সঙ্গে এসব স্কুল ও কলেজের পুরাতন ভবনগুলোর ব্যাপক সংস্কার করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা এমপি এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, এসব কাজ এ বছরই শুরু হবে। মন্ত্রণালয় সেই পরিকল্পনা গ্রহণ করেছে। শিক্ষানগরীর এই স্কুল-কলেজগুলোর উন্নয়নের জন্য তিনি দীর্ঘ দিন ধরেই চেষ্টা চালিয়ে আসছিলেন। এবার সেগুলো মন্ত্রণালয়ের উন্নয়ন তালিকায় উঠেছে।
এই তালিকার ৬টি স্কুল হলো- রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, শিরইল সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি হাই মাদ্রাসা।
তালিকায় কলেজ রয়েছে তিনটি। সেগুলো হলো- রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, সরকারি সিটি কলেজ ও সরকারি মহিলা কলেজ।
সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, দীর্ঘদিন ধরেই নগরীর এসব সরকারি স্কুল ও কলেজের নতুন ভবন দরকার। এবার তা নিশ্চিত হয়েছে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ শেষে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের চেহারায় পাল্টে যাবে।
খবর কৃতজ্ঞতাঃ Daily Sunshine