বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ গত ২১ অক্টোবর ২০১৯ তারিখে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে বাউয়েটের পুরকৌশল বিভাগের উদ্যোগে ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতা-২০১৯’ পরিচিতি পর্বের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল।
প্রধান অতিথি বলেন, ‘সিভিল ইঞ্জিনিয়ারদের নিয়ে এ ধরনের আয়োজন বাংলাদেশে প্রথম। ছাত্র-ছাত্রীদের ভালো প্রকৌশলী হতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে তিনি সব ধরনের সহযোগিতার আশ^াস দেন এবং প্রথম দশের মধ্যে অবস্থানকারী শিক্ষার্থীদের জন্য বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ পুরস্কারের ঘোষণা দেন।
বাউয়েটের পুরকৌশল বিভাগের প্রভাষক সুরাইয়া হাসির উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জিপিএইচ ইস্পাতের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল ওয়াহাব, বিশ^বিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান, এসএন্ডএস লিমিটেডের প্রধান নির্বাহী কর্তকর্তা মাহবুব মোরশেদ ও প্রথম আলোর যুব কার্যক্রমের প্রধান মুনির হাসান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি, অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোঃ মোশারফ হোসেন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীগণ।
‘আজকের কাঠামো-নকশায় দৃঢ় হোক আগামীর পৃথিবী’ এই শ্লোগান নিয়ে প্রতিযোগিতার প্রথম পবের্র পরিচিতি ও দল নির্বাচনের কাজ শুরু হয়। বাউয়েটের পুরকৌশল বিভাগের গ্র্যাজুয়েট এবং জ্যেষ্ঠ শিক্ষার্থীরা এতে অংশ নেয়। প্রশ্ন ও উত্তরের আদান প্রদানের মাধ্যমে প্রতিযোতার পরিচিতি পর্ব সমাপ্ত হয়। উল্লেখ্য যে, ১৪ টি বিশ্ববিদ্যায়ের ৩০টি দল উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। চূড়ান্তভাবে ১০টি দলকে বাছাই করে পুরস্কৃত করা হবে।