বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ গত ২৩ অক্টোবর ২০১৯ তারিখে কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ক্যাম্পাসে বাউয়েট অটোম্যাশন ও রোবটিক্্র ক্লাবের উদ্যোগে দিন ব্যাপী ‘দ্বিতীয় অন্তঃবিশ্ববিদ্যালয় প্রকল্প প্রদর্শনী মেলা ২০১৯’ আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল ফিতা কেটে উক্ত মেলার উদ্বোধন করেন।
প্রধান অতিথি বলেন, ‘ এ ধরনের আয়োজন ছাত্র-ছাত্রীদের নতুন কিছু করার জন্য উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যা সমাজ ও দেশের মানুষের কল্যাণে কাজে লাগবে।’ তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে এ মেলা আয়োজন করার জন্য তিনি সব ধরনের সহযোগিতার আশ^াস দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি, অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোঃ মোশারফ হোসেন, ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীগণ।
উল্লেখ্য যে, এই মেলায় হার্ডওয়্যার ও সফ্টওয়্যার নির্ভর প্রকল্প ২৫টি, পোস্টার প্রেজেন্টেশন প্রকল্প ১৮টি, বিজনেস আইডিয়া কনটেস্ট ২২টি এবং গেইমিং কনটেস্টসহ মোট ৬৮টি গ্রুপে মোট ১৪৬ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠান স্কাইলাইট হলে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিগণ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের পুরস্কার তুলে দেন।