বাউয়েট, কাদিরাবাদ, নাটোর: গত ২৯-৩০ অক্টোবর ২০১৯ তারিখে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর বনলতা ও বড়াল হলের ৩য় বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে ক্যাম্পাসে দুইদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, হল প্রভোস্ট, সহকারী হল প্রভোস্ট এবং অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীগণ।
১ম দিন বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে ছাত্রীদের বনলতা হলে কেক কাটা, মেহেদি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ২য় দিন ছাত্রদের বড়াল হলে আলোকসজ্জা, দেয়ালিকা প্রকাশ, ইনডোর গেম্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ^বিদ্যালয়ের উপাচার্য, আমন্ত্রিত মেহমান, শিক্ষকমন্ডলীসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।