বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ গত ১৫ মার্চ ২০২০ তারিখে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাই লাইট হলে দুপুর দেড়টায় ‘করোনা ভাইরাস-আমাদের করণীয় জনসচেতনতামূলক অনুষ্ঠান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল।
সেমিনারের প্রধান রিসোর্স পারসন ছিলেন কাদিরাবাদ সেনানিবাসের সিএমএইচ এর ডাক্তার মেজর উম্মে শাকিলা খান। সেমিনারে করোনা ভাইরাসের সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যা ও তার সমাধান উপস্থাপনা করেন। সেমিনারের শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রধান অতিথি বলেন, ‘করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধ করতে হলে আমাদের নিজেদের সচেতন থাকতে হবে পরিবেশকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মত বাউয়েট ক্যাম্পাসেও ‘ব্যক্তিগত পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২০’ পালন করা হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল (অব.) মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি, রেজিস্ট্রার লে: কর্ণেল (অব.) শেখ মোঃ শামীম হোসেন। সকল অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রক্টর ও গণিত বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ নাসির উদ্দীন।