আল আমিন, বাউয়েটঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর আইসিটি ক্লাবে নতুন কার্যকারী কমিটি গঠিত হয়েছে।
গত ১৮ই জুলাই এক ভার্চ্যুয়াল মিটিংয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন আইসিটি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও আইসিটি ডিপার্টমেন্ট এর সিনিয়র লেকচারার পার্থ প্রতীম দেবনাথ।
২০২১ সালের এই কার্যকারী কমিটিতে সাধারন সম্পাদক সৈকত আল আমিন , যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন যথাক্রমে রেহনুমা আলম ঔশি ও ইফাত জাহান । সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ওয়ালিদ আকাশ , কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন জারিন তাসনিম খান ।
এছাড়া চীফ এক্সিকিউটিভ ও এক্সিকিউটিভ হিসেবে যথাক্রমে রয়েছে – ফাহমিদা তাহমিন, আশিকুর রহমান, সিয়াম মাহমুদ, সাকিব আল জিসান, ওমর ফারুক আফসান কানিজ, সাফাত রহমান, শাহরিয়ার দীপ,সৈকত আজাদ শিন্গ্ধ, ফাতিহা ফেরদৌস, আনিকা তাহসিন, ইসতিয়াক আহমেদ, সাওমি রহমান, মোঃ সামিউল বাসির।