বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোর থেকেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেই বৃষ্টিতে বাড়িয়েছে ঈদযাত্রায় রাজধানীতে বসবাস করা ঘরে ফেরা মানুষের দুর্ভোগ।
ভোর থেকেই শেকড়ের টানে বৃষ্টির মধ্যেই গ্রামে ফিরছে নগরে বসবাসকারী মানুষ। গত ৩০ জুলাই ঈদুল আজহার আগাম টিকিট যারা কেটেছেন, তারাই ভোর থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রা করছেন।
সকাল ৬টায় রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ৬টা ২০ মিনিটে, সিলেটগামী পারাবত এক্সপ্রেস ৬টা ৩৫ মিনিটে, চট্টগ্রামগামী সোনারবাংলা এক্সপ্রেস ৭টায়, কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর প্রভাতী সোয়া ৭টায়, দেওয়ানগঞ্জবাজারগামী তিস্তা এক্সপ্রেস সাড়ে ৭টায় ও চট্টগ্রামগামী মহানগর প্রভাতী সকাল পৌনে ৮টায় কমলাপুর ছেড়ে গেছে। চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবার ট্রেন সময় মেনেই চলাচল করছে। তবে ১০-২০ মিনিট বিলম্ব করছে কিছু ট্রেন।
ট্রেন যাত্রী ওবায়দুল হক বলেন, ভোরে বৃষ্টি থাকায় পরিবারকে নিয়ে কমলাপুর আসতে বেশ ভোগান্তি হয়েছে। গাড়ি পাওয়া যাচ্ছিলো না, পরে উবারে কমলাপুর পৌঁছালাম।
অপর যাত্রী সাদিয়া বলেন, বাড়ি ফিরতে কিছুটা ভোগান্তি আছে, কিন্তু স্বজনদের সঙ্গে ঈদ করলে সেই কষ্ট আর থাকে না।
কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরে একাধিক নিরাপত্তা বাহিনী কাজ করছে।
আগামী ১২ আগস্ট বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। বাঙালি মুসলমানরা সেই উৎসব স্বজনদের সঙ্গে উদযাপন করতে পছন্দ করে। তাই ঈদের ছুটিতে কোটি মানুষ ঢাকা ছাড়ে। এতে ফাঁকা হয়ে যায় চিরচেনা নগরের রূপ।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজটোয়েন্টিফোর