রাজশাহী কলেজে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের গোলাপ দিয়ে বরণ করে নিয়েছে রাজশাহী কলেজ। রোববার কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান একাদশ শ্রেনীর প্রত্যেক ক্লাসে গিয়ে নিজ হাতে ৬৬২ জন শিক্ষার্থীর হাতে একটি করে গোলাপ তুলে দেন।
শিক্ষার্থীদের গোলাপ দিয়ে বরণ করে নেওয়ার পর বেলা ১১ টার দিকে অভিভাবকদের সাথে অধ্যক্ষের মতবিনিময় অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আল-ফারুক চৌধুরী সহ একাদশ শ্রেনীর অন্যান্য শিক্ষকবৃন্দ।
মতবিনিময় সভায় কলেজ অধ্যক্ষ নবীণ শিক্ষার্থীদেরকে স্বাগত জানান। এছাড়াও ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে সন্তানদেরকে উৎসাহ প্রদান ও তাদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
খবর কৃতজ্ঞতাঃ ডেইলি সানশাইন