রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হবে আগামী ১৬ আগস্ট। চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত।
শিক্ষার্থীদের ১৭ আগস্ট দুপুর ১২টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৩ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য জানান।
অধ্যাপক প্রভাষ কুমার জানান, আগামী ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি ও জন্মাষ্টমী উপলক্ষে ২ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকায় ৩ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষা শুরু হবে। আবাসিক হলগুলো ১৭ আগস্ট দুপুর ১২টার মধ্যে খালি করতে হবে। ২ সেপ্টেম্বর সকাল ১০টায় সব হল খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের অফিস ১৯ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ২৪