ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে অদম্য-৬২ ব্যাচ। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকে এই কর্মসূচি পালিত হয়।
মোমবাতি প্রজ্বলনের পরে তারা নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তারা অবিলম্বে কেমিক্যালের সকল গোডাউন অন্য জায়গায় সরিয়ে নেয়ার জন্য গোডাউন মালিকদের প্রতি আহ্বান জানান।
তারা বলেন, ঢাকার চকবাজারের মর্মান্তিক ঘটনায় সারাদেশ শোকাহত। দেশের জনগণ আগুনের উৎস এবং ভবিষ্যতে এর থেকে প্রতিকার দেখতে চায়। দায়ীদের শাস্তি দেখতে চায়।
তারা আরও বলেন, একজন মন্ত্রী বলেছেন, ঘটনাস্থলে নাকি কোনো রাসায়নিক ছিল না। কিন্তু সংবাদমাধ্যম থেকে আমরা বিপরীত তথ্য পাচ্ছি। ঘটনার পর ওয়াহেদ ম্যানশনের বেজমেন্টে শত শত ড্রামে ও বস্তায় দাহ্য পদার্থ পাওয়া গেছে। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে হবে। কাউকে অগ্নিকান্ড নিয়ে রাজনীতি না করে অগ্নিদগ্ধ মানুষের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন অদম্য-৬২ ব্যাচের মঈন উদ্দিন, মোল্লাহ মোহাম্মদ সাঈদ, আবু তাহির, মোখলেছুর রহমান, মিলন রহমান, আসাদুজ্জামান রাব্বিসহ অর্ধশত শিক্ষার্থীরা।
খবর কৃতজ্ঞতাঃ ক্যাম্পাসলাইভ২৪ডটকম