রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষকসহ ৩জন আহত হয়েছেন। বুধবার কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে ওই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার নাম ইলিয়াস রহমান।
তিনি রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার। আহত অন্যরা হলেন, রাবি পরিবহন টেকনিকাল কর্মচারী সমিতির সাবেক সভাপতি ও সিএনবি রুটের বাস চালক আবদুস সাত্তার এবং অজ্ঞাত একজন।
জানা গেছে, রুয়েটের শিক্ষক ইলিয়াস মোটর বাইক চালিয়ে রাবির স্টেশন বাজার থেকে রুয়েট ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে পরিবহন বাস ড্রাইভার আবদুস সাত্তার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে স্টেশন বাজারের অভিমুখে যাচ্ছিলেন।
এসময় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে পোঁছালে উভয়ের মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রুয়েট শিক্ষক ইলিয়াসসহ তিন জন আহত হয়। আহত বাস চালক আবদুস সাত্তার রাবি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন এবং শিক্ষক ইলিয়াস রহমান রুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর কৃতজ্ঞতাঃ ক্যাম্পাসলাইভ২৪ডটকম