তীব্র গরমে অতিষ্ট হয়ে উঠেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ অবস্থায় লুঙ্গি পরে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। তাদের লুঙ্গি পরেছেন ছাত্রীরাও। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বর থেকে লুঙ্গি পরে শিক্ষার্থীরা ব্যতিক্রমি মিছিল বের করেন।
মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গন্তব্য করে পশ্চিম পাড়াকে। এসময় শিক্ষার্থীরা ‘গরমের সঙ্গী, আমাদের লুঙ্গি’ ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। ছাত্রীদের অনেকেই লুঙ্গি না পেয়ে ওড়নাকে লুঙ্গির মতো করে পরেও শামিল হন তাদের সাথে।
জানা গেছে, রোববার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন শনিবার থেকে সাড়ে ৪ ডিগ্রি বেশি এবং সারা দিনের সর্বোচ্চ তাপমাত্রা। সোমবার সকালে তা এসে দাঁড়ায় ৪০ ডিগ্রিতে।
খবর কৃতজ্ঞতাঃ ক্যাম্পাসলাইভ২৪ডটকম