রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ অর্থবছরে ৪২৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে ৪৯১ তম সিন্ডিকেট সভায় এ বাজেট অনুমোদন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দফতরের পরিচালক মো. আফসার আলী এ তথ্য নিশ্চিত করেন।
মো. আফসার আলী বাংলানিউজকে বলেন, চলতি অর্থবছরের জন্য ইউজিসির কাছে ৬৩৩ কোটি ৫১ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়। এর বিপরীতে বিশ্ববিদ্যালয়কে ৪২৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট বরাদ্দ দেয় মঞ্জুরি কমিশন।
তিনি আরও বলেন, প্রতিবছর একটি সংশোধিত বাজেট থাকে। এর আগে ২০১৮-১৯ অর্থবছরে ৫৫৭ কোটি ৫২ লাখ টাকার বাজেট প্রস্তাবের বিপরীতে ৪২৩ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছিলো। পরে ওই বছরে সংশোধিত বাজেট বরাদ্দ বাড়িয়ে ৪৩১ কোটি ৪ লাখ টাকা করা হয়। এবছরও একটি সংশোধিত বাজেট হবে তাতে বরাদ্দ বাড়বে আশাকরি।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজটোয়েন্টিফোর