রাজশাহী বিশ্বিবদ্যালয়ে (রাবি) দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ চেয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ২০১৮ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলেন, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রায় দুই -তৃতীয়াংশ শিক্ষার্থীই দ্বিতীয় বার পরীক্ষা দিয়েছে। তাহলে আমরা কেন দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ থেকে বঞ্চিত হব?
তারা আরও বলেন, এর আগে দ্বিতীয় বার ভর্তির সুযোগ থাকলেও এবার এই সুযোগ রাখেনি রাবি প্রশাসন। দ্বিতীয় বার ভর্তির সুযোগ থাকলে ফাঁকা আসনে যোগ্য শিক্ষার্থী পাওয়া যাবে। প্রত্যেক শিক্ষার্থীর পছন্দের তালিকায় শীর্ষ স্থানে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়। কোনো ছাত্র পারিবারিক সমস্যা, অসুস্থ হয়ে পড়লে কিংবা কোনো দুর্ঘটনায় আহত হলে একজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন সেখানেই সমাধি হয়ে যায়। মেধাবী ছাত্রদের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ দেয়া হয়। কিন্তু মেডিকেলে পড়ার ইচ্ছা যাদের নেই তাদের কেন উচ্চ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হবে? তাছাড়া বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোও ২য় বার ভর্তির সুযোগ দিয়ে থাকে।
মানববন্ধনে প্রায় অর্ধশতাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে তারা বিশ্ববিদ্যালয় উপচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্বারকলিপিতে তারা দ্বিতীয় বার ভর্তির সুযোগ করে দিতে প্রশাসনের প্রতি দাবি জানান।
খবর কৃতজ্ঞতাঃ জাগোনিউজ২৪