করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় মানবিক সহায়তার অংশ হিসেবে একদিনের বেতনের সমপরিমাণ টাকার ত্রাণ দেওয়ার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি।
শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন সমিতিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল আলম খান।
তিনি বাংলানিউজকে বলেন, রাবিতে বর্তমানে প্রায় ১২শ’ জন শিক্ষক কর্মরত আছেন। মানবিক সহায়তায় শিক্ষকদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকদের মাধ্যমে চিঠি ইস্যু করেছি। ইতোমধ্যে অধিকাংশ শিক্ষক সাড়া দিয়েছেন। অন্যরাও আজ-কালের মধ্যে জানাবেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা এই টাকা বিশ্ববিদ্যালয় থেকে নেবো। পরে তা আগামী চার মাসে প্রদেয় বেতন থেকে সমান কিস্তিতে কেটে নেওয়া হবে।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ