রাজশাহী নগরীর সাগোরপাড়া বাউবাজার এলাকায় বিদ্যুতের পোলে সর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যপি জ্বলে থাকা এই আগুনে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। পরে দমকল বাহিনীর কর্মিরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
স্থানীয় বাসিন্দারা বলেন, বেলা আনুমানিক ১১টার দিকে সর্টসার্কিট থেকে বিদ্যুতের পোলে বড় আকারে আগুন জ্বলতে থাকে। এসময় স্থানীয়রা ভয় পায়। ফায়ারব্রিগেড়ে ফোন করে জানান হয়। প্রায় এক ঘন্টার মতো এই আগুন জ্বলেছে। পরে ফায়ারব্রিগেডের কর্মিরা এসে আগুন নিভায়। এসময় বিদ্যুত বিভাগের কর্মিরাও ঘটনা স্থলে আসে।
খবর কৃতজ্ঞতাঃ ডেইলি সানশাইন