একদিনের সরকারি সফরে মঙ্গলবার (০৩ জুলাই) রাজশাহী যাবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল।
রোববার (০১ জুলাই) সন্ধ্যায় সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মন্ত্রী মঙ্গলবার সকাল সোয়া ১১টায় রাজশাহী শাহ মখদুম বিমান বন্দর পরিদর্শন করবেন। দুপুর দেড়টায় তিনি রাজশাহী জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলন কক্ষে স্থানীয় জন প্রতিনিধি, চেয়ারম্যান সিএএবি এবং জেলা প্রশাসন রাজশাহী এর সঙ্গে ‘শাহ মখদুম বিমানবন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন’ সম্পর্কিত প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এদিন বিকেলেই বিমান ও পর্যটন মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ২৪