রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৩ জন আওয়ামী লীগ, ৩ জন বিএনপির, ১ জন ওয়ার্কার্স পার্টির, ১ জন জামায়াত ও স্বতন্ত্র প্রার্থী ২ জন নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫২ জন।
সংরক্ষিত আসনে নারী কাউন্সিলররা হলেন, ১ নম্বর সংরক্ষিত আসনে ওয়ার্কার্স পার্টির তাহেরা খাতুন (১২৫৮১), ২ সংরক্ষিত আসনের বিএনপির আয়সা খাতুন (৫৯৬৬), ৩ সংরক্ষিত আসনের বিএনপির মুসলিমা বেগম বেলী (৭৪৪৯), ৪ সংরক্ষিত আসনের আওয়ামী লীগ শিরিন আরা খাতুন (৬২২৫), ৫ সংরক্ষিত আসনের, বিএনপির সামসুন নাহার (৫৩৭৫), ৬ সংরক্ষিত আসনের আওয়ামী লীগের আজেদা বেগম (১০৪৮৩), ৭ সংরক্ষিত আসনের আওয়ামী লীগের উম্মে সালমা (৯৪০০), ৮ সংরক্ষিত আসনের স্বতন্ত্র নাদিরা বেগম (১২৫০৬), ৯ সংরক্ষিত আসনের স্বতন্ত্র লাইলী বেগম (১০০৩১), ১০ সংরক্ষিত আসনের জামায়াতের সুলতানা রাজিয়া (১০৪৩১)।