রাজশাহী মহানগরীর একটি বাড়িতে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় শাহমদুম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নগরীর শাহমদুম থানার মোড়ের মেট্রোপলিটন কলেজের নওগা-রাজশাহী মহাসড়কের পাশের তিনতলা বাড়িটিতে চুরি হয়।
চুরির বিষয়টি আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে চুরির বিষয়টি জানাজনি হয় বলে বাড়ির ভাড়াটিয়ারা জানায়।
জানা গেছে, তিনতলা বিশিষ্ট বাড়িটিতে চুরির ঘটনা ঘটেছে। এই বাড়ির নিজতলায় একটি ফুড কোম্পানীর ডিলার ও উপর তলায় একটি পরিবার থাকে।
বাড়িতে ভাড়া থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার মুক্তার হোসেন জানায়, তারা চলতি মাসের ৫ তারিখে এই বাড়ি ভাড়া নেন। গত ১৭ তারিখে তারা গ্রামের বাড়িতে ঈদ করতে যান। আর তাদের ব্যবহিত ঘড়ে তলা দিয়ে চলে যান।
তিনি জানান, ব্যবহারের দুইটা শোবার খাট, একটি গ্যাস চুলা সিলিন্ডারসহ, পেসার কুকার, টেবিল ফ্যান ও সিলিং ফিন চুরি হয়েছে। এই বিষয়ে নগরীর রাজপাড়া থানায় অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা আলিফ জানায়, তারা কেউ বাড়িতে ছিলেন না। তাই নিচতলার জানালা ভেঙে প্রবেশ করেছে ভেতরে। এসময় তারা বিভিন্ন মালামাল তছনছ করে দিয়েছে।
শাহমদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
খবর কৃতজ্ঞতাঃ ডেইলি সানশাইন