জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী মহানগর যুবলীগ। বৃহস্পতিবার সকালে নগর আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মোঃ রমজান আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু, সহ-সভাপতি আশরাফুল আলম,ড.মান্নান, গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হানুর রহমান রয়েল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আরকান বাপ্পি, ত্রান বিশয়ক সম্পাদক শরিফুল ইসলাম পাপ্পু, সহ-সম্পাদক শরিফুল ইসলাম শরিফুল প্রমূখ।
প্রসঙ্গত, পাকিস্তানের বন্দি দশা থেকে মুক্তি পেয়ে১৯৭২সালের ১০ জানুয়ারি দুপুর ১টা ৪১ মিনিটে বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন। এসময় তাকে ফুলদিয়ে বরণ করেনেন দেশবাসী।
খবর কৃতজ্ঞতাঃ ডেইলি সানশাইন