‘প্রকৃতির মাঝে করব বাস, গড়ব সবুজ ক্যাম্পাস’ প্রতিপাদ্যে রাজশাহী কলেজে শুরু হয়েছে ৩ দিনব্যাপী পুষ্পমেলা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ গ্রন্থাগারের সামনে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ‘রাজশাহী কলেজ ন্যাচার কনসারভেশন ক্লাব (আরসিএনসিসি)’ এ মেলার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান।
কলেজ অধ্যক্ষ বলেন, মেলা থেকে শিক্ষার্থীরা বিভিন্ন প্রজাতির ফুল সম্পর্কে জানতে পারবে। কলেজের প্রায় সব গাছেই সুতা দিয়ে গাছের বৈজ্ঞানিক নামফলক লাগানো হয়েছে। যেন শিক্ষার্থীরা বিভিন্ন গাছের বৈজ্ঞানিক নাম জানতে পারে। মেলার মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে যেমন গাছ ও ফুল সম্পর্কে নতুন কিছু জানতে পারবে, অন্যদিকে তাদের মধ্যে গাছ লাগনোর আগ্রহটা সৃষ্টি হবে। এছাড়াও ক্যাম্পাসে যে জায়গাগুলো ফাঁকা আছে, সেখানে ফুলগাছ লাগানো হবে বলে জানান অধ্যক্ষ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদ্ভিদ বিজ্ঞানী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর (অবসরপ্রাপ্ত) ড.এ.টি.এম নাদেরুজ্জামান, রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর পিযুষ কান্তি ফৌজদার, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শাহানারা বেগম, প্রফেসর নুরুননেসা খাতুন, প্রফেসর আ.ন.ম আল মামুন চৌধুরী ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেজিনা আখতার বানুসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় মোট আটটি স্টলে ৪০ প্রজাতির বেশি ফুলগাছ রয়েছে। মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। পুষ্পমেলায় বেড়াতে আসা দর্শন বিভাগের তয় বর্ষের শিক্ষার্থী ইন্দিরা ঘোষ বলেন, ফুল আমার অনেক ভালো লাগে। ফুলের সৌরভ আমাদের সজীবতা এনে দেয়। পুষ্পমেলায় আমরা বিভিন্ন প্রজাতির ফুল সম্পর্কে জনতে পারি। এজন্য পুষ্পমেলায় এসে আমার অনেক ভালো লাগছে।
মেলার আয়োজক আরসিএনসিসি’র উপদেষ্টা উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজাউল করিম বলেন, মেলায় শীতকালীন ফুলের প্রাধান্য রয়েছে। বিভিন্ন প্রজাতির ফুল ও ফুলের সৌন্দর্যবোধ সর্ম্পকে শিক্ষার্থীদের অবহিত করাই এ মেলার উদ্দেশ্য বলে জানান তিনি।
আরসিএনসিসি ক্লাবের সভাপতি তাসলিমা আক্তার রিতি বলেন, মেলায় প্রায় ৪০ প্রজাতির ফুলগাছ রয়েছে। শিক্ষার্থীদের ফুল ও বৃক্ষ সম্পর্কে জানানো ও গাছের প্রতি ভালবাসা তৈরীতে এ মেলা সহায়ক হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
খবর কৃতজ্ঞতাঃ ডেইলি সানশাইন