রাজশাহী সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ডের রাস্তার কাজ পরিদর্শন করেছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার বেলা ১১টায় কাজ পরিদর্শনে যান তিনি।
জানা গেছে, ১৫ নং ওয়ার্ডের পানি উন্নয়ন বোর্ড থেকে বিশাল বিস্কুট ফ্যাক্টরি মোড় পর্যন্ত সম্প্রসারিত রাস্তার কার্পেটিং কাজ শুরু হয়েছে। প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে এ কাজ চলছে। আজ বৃহস্পতিবার কাজের মান দেখতে পরিদর্শনে যান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় কাজের অগ্রগতি ও কাজের মানের খোঁজখবর নেন। নিজ হাতে কার্পেটিং কাজের মান দেখেন মেয়র।
এ সময় সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী হায়দার আলী, উপ-সহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম, নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার আফজাল হোসেন প্রমুখ।
খবর কৃতজ্ঞতাঃ Daily Sunshine