রাজশাহী নগরীর টি-বাঁধ এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত যুবকের পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পানিতে ভাসা অবস্থায় ওই লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, তিন-চার দিন আগে হয়তো যুবকটিকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ কারণে তার দেহে পচে ফুলে গেছে। লাশের পা বাধা ছিল। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে অন্য কোনো কোথাও হত্যা করে লাশ টি-বাঁধ এলাকায় ফেলে যাওয়া হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। পাশাপাশি নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে-জানান ওসি।
খবর কৃতজ্ঞতাঃ Daily Sunshine