রোজা যত বাড়ছে ঈদ বাজারে ক্রেতাদের সমাগম ততই বাড়ছে। যদিও এবছর ঈদের বেচাকেনা খুবই মন্থর। মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় এখনো চোখে পড়েনি। প্রতিবছরই ঈদের বাজারে বিশেষ নামধারী ও ডিজাইনের পোষাক পাওয়া যায়। এবছর সেরকম কোন পোষাক এখনো বাজারে আসেনি। তবে দোকানীদের দেয়া ‘ফণী’ ও ‘বারবি’ নামের গাউনের মত পোষাকটির প্রতি ক্রেতাদের আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
গতকাল রাজশাহীর আরডিএ মার্কেটের অন্যতম ‘মা-মরিয়ম ফ্যাশনে’ দেখা যায় ‘ফণী’ নামের এই বিশেষ পোষাক। গাউনের মতই লম্বা ‘ফণী’। তবে এর নিচের দিকটাই রয়েছে ত্রিকোণ আকারের ডিজাইন। ঘাগরার মত ছড়ানো কয়েকস্তরের কাপড়ের ওপরে রয়েছে সুন্দর ডিজাইন। সেই সাথে পায়ের দুই পাশে অতিরিক্ত ত্রিকোণ আকারের ডিজাইন এই পোষাকের বিশেষ বৈশিষ্ট্য।
এছাড়াও ফ্রগের মতই বাহারি ডিজাইনের মেয়েদের ‘বারবি’ ড্রেস ক্রেতাদের আকর্ষণ করছে বলে জানান বিক্রেতারা। বিভিন্ন কাপড়ের এই ‘বারবি’ ড্রেস পা পর্যন্ত লম্বা। ফ্রগের মত গোলাকার কাপড়ের ঘের। তবে এই পোষাকে রয়েছে চার-পাঁচটা কাপড়ের স্তর। কাপড়ের উপরের স্তরে রয়েছে নকঁশা। পোষাকটির বিশেষ বৈশিষ্ট্য হলো এটি পরার পরে কোমরের নিচের কাপড়ের গোলাকার ঘেরটা কিছুটা উঁচু হয়ে থাকে। যে কাউকেই পোষাকটি মানিয়ে যাবে বলে মন্তব্য করেন দোকানদাররা। এই পোষাকগুলো ৮ হাজার থেকে শুরু করে সাড়ে ১৮ হাজার টাকার মধ্যে বিক্রি করছেন ‘মা-মরিয়ম ফ্যাশন’।
‘মা-মরিয়মে’র কর্ণধার মনির হোসেন জানান, এবছর বিশেষ নামধারী কোন পোষাক এখনো আসেনি। তবে আমাদের কাছে গাউনের মত লম্বা পোষাক রয়েছে। যাকে আমরা বলছি ‘ফণী’। আমরা এটাকে ‘ফণী’ বলেই বিক্রি করছি। এতে ক্রেতাদের আগ্রহও রয়েছে। অনেকেই ঘুরে এসে এই পোষাক কিনছেন।
তিনি আরো বলেন, এছাড়াও ফ্রগের মতই ‘বারবি’ ড্রেসেও ক্রেতাদের আগ্রহ রয়েছে। তবে এগুলোর দাম বেশি হওয়ায় সবশ্রেনীর মানুষ তা কিনতে পারছেন না। এখন পর্যন্ত বেচাকেনা জমে ওঠেনি বলে মন্তব্য করেন এই ব্যবসায়ী।
এই মন্থর ঈদ কেনাকাটাতেও প্রতিবছরের ন্যায় এবছরও ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। বাজারে ছেলেদের পোষাকের চেয়ে মেয়েদের পোষাকই বেশি বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা।
এবছর বাজারে মেয়েদের পোষাকগুলোর মধ্যে রয়েছে জিপসি, টপস, ফ্রগ, কোটি, ওয়ান পিস, লেহাঙ্গা, ফ্লোরটাচ ইত্যাদি। সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে পোষাকগুলো। ছেলেদের পোষাকের মধ্যে পাঞ্জাবী, শার্ট, টি-শার্ট, প্যান্ট বিক্রি হচ্ছে। ১৫০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যেই রয়েছে এগুলোর দাম।
প্রতিবছরই বলিউড মুভি ও ভারতীয় সিরিয়ালের বিভিন্ন চরিত্রের নামে ছেলে ও মেয়েদের পোষাক বাজারে আসে। এবছর সেরকম কোন পোষাক আসেনি। তবে খুব শীঘ্রই বাহারী ডিজাইন ও বিশেষ নামধারী পোষাক বাজারে আসতে পারে বলে মন্তব্য করেছেন আরডিএ মার্কেটের রাজধানী কর্ণারের আবুল কালাম ও আব্দুল্লাহ কালেকশনের এএইচ মিঠু।
রাজধানী কর্ণারের আবুল কালাম বলেন, এবছর পাখি, ঝিলিক, কিরণমালার মত নামধারী কোন পোষাক নেই। তবে বাজারে হয়তো এ ধরনের কিছু পোষাক আসতে পারে। জর্জেটের জিপসি, সুতির মধ্যে হাতের কাজের ফ্রগ, ফ্লোরটাচ, লং থ্রি পিস, পাটি ফ্রগের মধ্যে সিল্ক কটন ফ্লোর টাচ, গাউন ইত্যাদি বিক্রি হচ্ছে। পোষাকগুলোর বেশির ভাগই ভারতীয়। পোষাকগুলো ১ হাজার থেকে আড়াই হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
খবর কৃতজ্ঞতাঃ Daily Sunshine