রাজশাহীতে মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া বাসের ধাক্কায় আব্দুর রহমান (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কে শিবপুরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পুঠিয়ার বেলপুকুর থানার দমাদি গ্রামের বাসিন্দা ছিলেন।
রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, সকালে আব্দুর রহমান বানেশ্বর হাটে যাচ্ছিলেন। তিনি শিবপুরহাট থেকে মহাসড়ক পার হওয়ার সময় ‘মহানগর’ (রাজ-মেট্রো-জ- ১১০০৭৪) নামের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পরই স্থানীয়রা ছুটে আসেন। এ সময় ঘাতক বাসটিকে আটক করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। তবে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এই কর্মকর্তা।
খবর কৃতজ্ঞতাঃ রাইজিংবিডি