পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ছুটি হয়েছে। পূর্ব নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১২টা মধ্যে হল খালি করেছেন শিক্ষার্থীরা। আগামী ২৩ জুন পর্যন্ত হল বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ড. প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কার্যক্রম ২ জুন (রোববার) থেকে ২০ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে।
আর আগামী ২৩ জুন (রোববার) সকাল ১০টায় আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে।
খবর কৃতজ্ঞতাঃ জাগোনিউজ২৪