পদ্মা নদীর ড্রেজিং কার্যক্রম নিয়ে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রোববার বেলা ১১টায় নগরভবনে মেয়র দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত।
এ সময় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীকে বাঁচাতে হলে এখানে আন্তর্জাতিক নৌবন্দর গড়ে তুলতে হবে। পদ্মা নদীতে ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। পদ্মাপাড়ে বিশাল একটা জায়গা আমরা পাব। এখানে প্রচুর গাছ লাগিয়ে বঙ্গবন্ধু সাফারি পার্ক, হোটেল-মোটেল, কটেজ, বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ সময় পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান মেয়র। একইসাথে প্রয়োজনে পানি উন্নয়ন বোর্ডকে সহযোগিতার আশ^াস প্রদান করেন মেয়র।
সভায় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর প্রধান প্রকৌশলী মহম্মদ আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমিরুল হক ভূঞা, নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম প্রমুখ।
খবর কৃতজ্ঞতাঃ Daily Sunshine