বৃহস্পতিবারই ঢাকা থেকে রাজশাহীর ৪৩ হজযাত্রীর সৌদি আরব যাওয়ার কথা। কথা ছিল বুধবার বিকালেই তারা রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা যাবেন।
কিন্তু রাজশাহী এসেও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাজশাহীতে নামতে পারেনি বিমানটি।
ফলে হজযাত্রীরা আটকা পড়েন রাজশাহীর বিমানবন্দরে। সেখানে বসে তারা বিমানের জন্য অপেক্ষা করতে থাকেন।
অবশেষে গভীর রাতে ঢাকা থেকে বিমান এসে তাদের নিয়ে গেছে। রাত ১২টার দিকে বিমানটি রাজশাহী থেকে উড়াল দেয়।
হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান বলেন, বুধবার বিকাল ৪টা ১৫ মিনিটে বিমানটি রাজশাহীতে নামার কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানটি রাজশাহী এসেও নামতে পারেননি।
কিন্তু বৃহস্পতিবারই তাদের সৌদি আরব যাওয়ার কথা। তাই আবহাওয়ার কিছুটা উন্নতি হলে রাত পৌনে ১২টার দিকে আবার বিমান আসে। পরে রাত ১২টার দিকে যাত্রীদের নিয়ে যায় বিমানটি।
খবর কৃতজ্ঞতাঃ যুগান্তর