রাজশাহীতে পদ্মার পানিতে ডুবে প্রাণ হারাতে বসেছিলেন দুই নারী। পানির পাকে পড়ে ৬ সেকেন্ড নিখোঁজ থাকার পরও এ যাত্রায় রক্ষা পেয়েছেন একটি কাঠের বেঞ্চের বদৌলতে। রোববার সন্ধ্যা ৬টায় রাজশাহী শহর রক্ষা বাঁধের শ্রীরামপুর টি গ্রোয়েনর নিকট এ ঘটনা ঘটে।
মোবাইলে ধারন করা ঐ ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, ৬টা ১৫মিনিটে একটি নৌকায় উঠে ১১ যাত্রী। নৌকাটি চলতে শুরু করলে চালকের অদক্ষতায় ভরা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে দুই নারী। সাথে পানিতে পড়ে তারা যে বেঞ্চে বসেছিলেন সে বেঞ্চটিও।
তবে কাঠের বেঞ্চটি ভাসমান থাকায় ঐ দুই নারী তা আকড়ে ধরেন। কিন্তু সেটিরও ছিল ডুবুডুবু অবস্থা। পড়ার ২০ সেকেন্ড পর স্রোতের তোড়ে তলিয়ে যায় তারা। এরপর ৬ সেকেন্ড পানিতে নিখোঁজ থাকার পর আবারও ভেসে উঠেন।
এসময় পাশে থাকা আরেকটি নৌকা এগিয়ে আসে। চলে উদ্ধার তৎপরতা। ঘটনার ১ মিনিট ১৫ সেকেন্ড পর আবারও নৌকায় উঠতে সক্ষম হলে ঐ দুই নারীকে নিয়ে শহরের দিকে চলে যান নৌকাচালক।
চালক ও ঐ দুই নারীর পরিচয় পাওয়া যায়নি। উল্লেখ্য, প্রতিদিনিই বাড়ছে পদ্মার পানি।যদিও এখন পর্যন্ত বিপদসীমার ৬ মিটার নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
খবর কৃতজ্ঞতাঃ Jamuna