ঈদুল আযহা উপলক্ষে রাজশাহীতে ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৫ আগস্ট থেকে। এবারও অর্ধেক টিকিট কাউন্টার থেকে এবং বাকি অর্ধেক টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে জানিয়েছেন রাজশাহীর স্টেশন ব্যবস্থাপক আবদুল করিম।
তিনি জানান, রাজশাহী রেলওয়ে স্টেসানের মোট ৬টি কাউন্টারের মাধ্যমে এসব টিকিট বিক্রি হবে। কাউন্টারগুলোতে আগামী ৫ আগস্ট ১৪ আগস্টের, ৬ আগস্ট ১৫ আগস্টের, ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের টিকিট পাওয়া যাবে।
তিনি আরও বলেন, প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে এবং একজন যাত্রী সর্বোচ্চ চার জনের টিকিট ক্রয় করতে পারবেন। তবে এবার ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন রুটে আট জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকলেও রাজশাহী থেকে কোন বিশেষ ট্রেন ছাড়বে না বলে জানান তিনি।
খবর কৃতজ্ঞতাঃ Daily Sunshine