গত ঈদ-উল-ফিতরে ক্রেতাদের জন্য কুপন ড্র’র আয়োজন করেছিল রাজশাহীর অত্যাধুনিক শপিং কমপ্লেক্স থিম ওমর প্লাজা। এতে প্রথম পুরস্কার হিসেবে দেয়া হয়েছিল ‘টিয়াগো’ ব্র্যান্ডের স্টাইলিশ কার। তারই ধারাবাহিকতায় ঈদ-উল-আযহা উপলক্ষে আবারো কুপন ড্র’র আয়োজন করছে থিম কর্তৃপক্ষ। প্রথম পুরস্কার হিসেবে আবারো দেয়া হবে আকর্ষণীয় ‘কার’ গাড়ী।
থিম কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ-উল-ফিতরের ন্যায় আবারো র্যাফেল ড্র’র আয়োজন করা হয়েছে। আর এতে থিম কর্তৃপক্ষে পক্ষ থেকে প্রথম পুরস্কার হিসেবে থাকবে ‘টিয়াগো’ ব্র্যান্ডের স্টাইলিশ কার। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের পক্ষ থেকে আরো অনেক আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে। গতবার পুরস্কারের সংখ্যা ছিল ৩৫৮টি। এবার এখনো পুরস্কারের সংখ্যা নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন থিম ওমর প্লাজার কম্পিউটার ইঞ্জি. তৌহিদুর রহমান।
প্রতি ৫০০টাকার শপিংয়ে একটি করে কুপন পাবেন ক্রেতারা। কুপনে নাম, ফোন নম্বর, ঠিকানা লিখে নির্ধারিত বক্সে ফেলতে হবে। আগামী দূর্গাপুজোর পরে অনুষ্ঠিত হবে র্যাফেল ড্র। গতবার র্যাফেল ড্র’তে বেশ ভাল সাড়া পাওয়া গিয়েছিল। ক্রেতা সমাগমও বেশ ভাল ছিল। কুপন বক্স ভরে উঠেছিল কানায় কানায়। এবার আরো বেশি ক্রেতা সমাগম হবে বলে আশাবাদী থিম কর্তৃপক্ষ।
গত ৬ জুলাই অনুষ্ঠিত র্যাফেল ড্র’তে প্রথম পুরস্কার ‘টিয়াগো’ ব্র্যান্ডের স্টাইলিশ কার জিতেছিলেন নগরীর হোসনীগঞ্জের মো.তানভির, দ্বিতীয় পুরস্কার একজোড়া ডায়মন্ডের কানের দুল জিতেছিলেন নগরীর শিরোইলের আইরিন রহমান ও তৃতীয় পুরস্কার রেফ্রিজারেটর জিতেছিলেন আরশাদ আলী। র্যাফেল ড্র’তে মোট ৩৫৮টি পুরস্কার প্রদান করা হয়েছিল। এরমধ্যে ৭ম পুরস্কার হিসেবে ১টি মাইক্রো ওভেন, ৬ষ্ঠ পুরস্কার হিসেবে দুইটি রাজশাহী-ঢাকা-কক্সবাজার এয়ার টিকেট, ৫ম পুরস্কার হিসেবে ব্র্যান্ডের ৬টি ঘড়ি ও ৪র্থ পুরস্কার হিসেবে ১টি স্মার্ট টেলিভিশন প্রদান করা হয়।
ঐ র্যাফেল ড্র অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিম ওমর প্লাজার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সাংসদ ওমর ফারুক চৌধুরী, তার সহধর্মিনী নিগার সুলতানা চৌধুরাণী, থিম ওমর প্লাজার পরিচালক একেএম রাশেদুন্নবী, লে. কর্ণেল একেএম রশিদুন্নবী, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মর্জিনা পারভীন প্রমূখ।
খবর কৃতজ্ঞতাঃ Daily Sunshine