রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে ফলক উন্মোচন ও ফিতা কেটে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন মেয়র খায়রুজ্জামান লিটন। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে একটি গাছের চারা রোপন করেন তিনি।
এসময় আইএইচটির অধ্যক্ষ ডা. ফারহানা হক, সহযোগী অধ্যাপক ডা. সাথী কুমার রওশান কামাল, আবু সায়েম শাহ আমানত উল্লাহ, ডা. আনোয়ারুল ইসলাম, ডা. মজিবর রহমান, শিক্ষক আবু রায়হান, আলাউদ্দীন, আতিয়ার রহমান, সহিদুল ইসলাম বেলাল ও রশিদুল হাসান রাসেল উপস্থিত ছিলেন।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজটোয়েন্টিফোর