রাজশাহী নগরীতে পুলিশ দেখে পুকুরে ঝাঁপিয়ে ইকবাল হোসেন (৩৮) নামের এক গাড়িচালক মারা গেছেন। শনিবার রাত ৯টার দিকে নগরীর বড়বনগ্রাম চকপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ইকবাল ওই এলাকার মৃত আবদুস সালামের ছেলে। ঘটনার সময় তিনি মাদকাসক্ত ছিলেন বলে দাবি করছে পুলিশ। তবে পরিবারের দাবি, ইকবাল অনেক আগেই মাদক ছেড়ে দিয়েছেন।
নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন, শনিবার রাতে থানা পুলিশের একটি টহলদল নগরীর জিয়া শিশু পার্ক এলাকায় টহল দিচ্ছিল। এ সময় পুলিশ দেখে ইকবাল হোসেন পার্কের পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। এক পর্যায়ে পানিতে তিনি তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে আইনত ব্যবস্থা নেয়ার কথা জানান ওসি।
খবর কৃতজ্ঞতাঃ জাগোনিউজ২৪