পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা ১৬ দিন বন্ধ থাকবে। একই সময়ে আবাসিক হলগুলোও বন্ধ রাখা হবে। ছুটি শুরু হবে আগামী ৭ আগস্ট বুধবার থেকে। ছুটি থাকবে ২২ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঈদে ৮ আগস্ট বৃহস্পতিবার থেকে ২২ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে। আবাসিক হলসমূহ ৮ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টার মধ্যে খালি করতে হবে এবং ২৪ আগস্ট রোববার সকাল ১০টায় তা খুলে দেয়া হবে।
এদিকে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও ছুটিতে আবাসিক হলগুলো খোলা রাখার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এ বিষয়ে বিক্ষোভ সমাবেশও করেছে তারা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বছরের বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে। সেই সঙ্গে আবাসিক হলগুলো দীর্ঘ দিন বন্ধ থাকে যা শিক্ষার্থীদের পড়াশোনায় অন্তরায় হয়ে দাঁড়ায়। অনেক শিক্ষার্থীর বন্ধের পরেই পরীক্ষা থাকে তাহলে তারা কীভাবে প্রস্তুতি নেবে। ফলে হলগুলো দীর্ঘমেয়াদী বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। তাই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ৩৬৫ দিন খোলা রেখে মুক্ত জ্ঞান চর্চায় সহায়তা করার আহ্বান জানান তারা।
বিক্ষোভ সমাবেশ শেষে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক সাবিনা সুলতানার কাছে আবসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত বাতিলে স্মারকলিপি দেন শিক্ষাথীরা। এর আগে ৩৬৫ দিন হল খোলা রাখার দাবিতে গণস্বাক্ষর নেয়া হয়েছে।
খবর কৃতজ্ঞতাঃ জাগোনিউজ২৪