রাজশাহীতে সৎ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজিম উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর তালাইমারী বাদুড়তলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত আজিম উদ্দিন ওই এলাকার আবদুল খালেকের ছেলে।
নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১৯ আগস্ট গভীর রাতে নিজ বাড়িতেই ২৫ বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের চেষ্টা চালান আজিম উদ্দিন। ঘটনা জানাজানি হলে তিনি আত্মগোপন করেন। অভিযোগ পেয়ে শুক্রবার তাকে আটক করে পুলিশ। ভুক্তভোগী মেয়েটি এনিয়ে মামলা প্রস্তুতি নিচ্ছেন।
খবর কৃতজ্ঞতাঃ জাগোনিউজ২৪