বান্ধবীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের মাদার বকশ হলের সামনে থেকে তাকে গ্রেফতার করে মতিহার থানা পুলিশ।
আটক খালিদ বিন ওয়ালিদ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সে ঘাতক-দালাল নির্মূল কমিটির বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক। এছাড়া শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, পর্নোগ্রাফি আইনে ওই ছাত্রের বান্ধবীর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে থানা হাজতে রাখা হয়েছে।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজটোয়েন্টিফোর