রাজশাহীতে ছাত্রীকে একা পেয়ে যৌন হয়রানির অভিযোগে সিরাজুল ইসলাম নামের এক কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
ওই ছাত্রীর মায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার সিরাজুল হক নগরীর উপকণ্ঠ কাটাখালী আদর্শ ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের শিক্ষক। তিনি কাটাখালী থানার শ্যামপুর নতুনপাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে।
কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে তিনি জানান, একাদশ শ্রেণির এক ছাত্রীকে মোবাইলে ও সরাসরি বিভিন্ন অশালীন কথাবার্তা বলে আসছিলেন ওই কলেজের ভুগোল বিষয়ের প্রভাষক সিরাজুল ইসলাম। সম্প্রতি তিনি ওই কলেজ ছাত্রীকে একা পেয়ে যৌন হয়রানি করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর মা থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে রাতেই নিজ বাড়ি থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।
খবর কৃতজ্ঞতাঃ জাগোনিউজ২৪